লন্ডন: ফেসবুকে তাঁদের আপত্তিকর ছবি পোস্ট করেছিল সে৷ প্রাণের বিনিময়ে সেই অপরাধেরই খেসারত দিল ১৬ বছরের কিশোরী৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।
প্রিয় বান্ধবী এরান্ডি এলিজাবেথ গুতিয়ার্জের সঙ্গে তাঁর নগ্ন ও ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিল অ্যানেল বেজ৷ দুই বান্ধবীর এই আপত্তিকর ছবি সোশ্যাল নেটোয়ার্কিং সাইটে প্রকাশ্যে আসার পরই সামজিক চক্ষুলজ্জার ভয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে এরান্ডি৷ অগ্নিমূর্তি ধারণ করে সে৷ প্রতিশোধ স্পৃহার আগুন দগ্ধ হয়ে বেজকে টুইটারে হুমকিও দেয় এরান্ডি৷
জানায়, ‘আমাকে দেখে মনে হতে পারে আমি খুবই শান্ত৷ কিন্তু মনে মনে আমি ইতিমধ্যেই তিন বার তোমাকে খুন করেছি৷ তোমার রেহাই নেই৷’ এরান্ডির এই হুমকি তোয়াক্কা না করে বিষয়টি সমাধানের জন্য তাকে বাড়িতে ডেকে পাঠায় বেজ৷ কিন্তু সমাধান দূরস্ত৷ বেজকে সামনে দেখেই রুদ্রমূর্তি ধারণ করে সে৷ ছুরি দিয়ে তাকে কুপিয়ে খুন করে এরান্ডি৷
কমপক্ষে ৬৫ বার তাকে কোপ মারা হয়েছে বলে জানায় পুলিশ৷ খুনের পর প্রমাণ লোপাট করতে নিজের জামা দিয়েই মেঝেতে ছড়ানো রক্ত ও ছুরি মোছার চেষ্টা করে এরান্ডি৷ব্যর্থ হয়ে ঘটনাস্থল থেকে পালায় সে৷ কিন্তু শেষ রক্ষা হয়নি৷ বেজের অন্ত্যেষ্টির দিনই ধরা পড়ে যায় সে৷
The post দুই বান্ধবীর নগ্ন এবং আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ার পর জানেন কি ঘটল? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.