স্টাফ রিপোর্টার, কলকাতা: নাবালিকা অপরহরণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ কলকাতার দত্তাবাদ রোডের বাসিন্দা সমীর মন্ডল পুলিশের দ্বারস্থ হন৷ তাঁর অভিযোগ ছিল তাঁর মেয়েকে কেউ বা কারা অপহরণ করেছে৷
তদন্তে নামে পুলিশ৷ গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ তাঁর মেয়ে প্রাইভেট টুইশন পড়তে বেরোয়৷ দীর্ঘক্ষণ না ফেরায়, পরিবার পুলিশের দ্বারস্থ হয়৷
তদন্তে জানা যায়, শ্যামাপদ সরকার নামে এক ব্যক্তির সঙ্গে মেয়েটিকে কথা বলতে দেখা যায়৷ শ্যামাপদ সরকারের খোঁজে তল্লাশি চালায় পুলিশ৷
শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে গ্রেফতার করে পুলিশ৷ জেরায় শ্যামাপদ জানায়, মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছে সে৷ অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ৷
The post কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা অপহরণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket.