Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

পর্দা ফাঁস! স্পায়ের আড়ালে রমরমিয়ে মধুচক্রের আসর

$
0
0

জয়পুর:  ফের রাজ্যে বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দা ফাঁস করল পুলিশ। গোপন অভিযান চালিয়ে এক স্পা সেন্টারে হানা দিল পুলিশ। আর সেখানে হানা দিতেই চক্ষু চড়ক পুলিশ আধিকারিকদের। একেবারে অশ্লীল অবস্থায় ১০ যুবক-যুবতিকে গ্রেফতার করল পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জয়পুর থানার হাওয়া সাড়াক এলাকায়।

কীভাবে দিনের পর দিন স্পা সেন্টারের আড়ালে এভাবে দেহব্যবসা চলত তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে স্পা-সেন্টারের মালিককেও। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্পা-সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল বলে অভিযোগ আসছিল পুলিশের কাছে। জনবসতি পূর্ণ এলাকার মধ্যেই এটি চলছিল বলে অভিযোগ। রবিবার রাতে গোপন এই স্পা-সেন্টারে হঠাতই হানা দেয় পুলিশ। স্পা- এই সেন্টারে ঢুকতেই চক্ষু চড়ক পুলিশ আধিকারিকদের। পার্লারের আড়ালেই রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। ঘটনাস্থল থেকেই চার মহিলা সহ আরও ছয়জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চলবে শহরজুড়ে।

The post পর্দা ফাঁস! স্পায়ের আড়ালে রমরমিয়ে মধুচক্রের আসর appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles