উন্নাও: একের পর দুই৷ আর এই দুটো ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গণধর্ষণ হল উন্নাওয়ে৷ এবার এক নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে৷
নির্যাতিতা জানিয়েছেন, তার চাকরির দরকার ছিল৷ তাই এক পারিবারিক বন্ধুর কাছে কাজের খোঁজে গিয়েছিল সে৷ তখনই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ সে আরও অভিযোগ জানিয়েছে, তার বাবা তার মাকে মিথ্যে মামলায় ফাঁসিছে৷ সেই কারণে তার মা এখন জেলে৷ তারপর থেকেই সে একা৷ সেই কারণেই সে চাকরি খুঁজছিল৷ এমন সময় এগিয়ে আসে তাদেরই এক পারিবারিক বন্ধু৷ সে মেয়েটিকে কাকার বাড়ি নিয়ে যায়৷ সেখানেই সে ও তার কাকা মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ৷
এরপর একদিন মেয়েটিকে ফেলে রাখে তারা৷ তারপর বাবার কাছে দিয়ে যায়৷ মেয়েকে ফেরত দেওয়ার জন্য বাবার কাছ থেকে ২ লাখ টাকা ও নেয় তারা৷ মেয়েটির বক্তব্য, সে বাবাকে জানিয়েছিল যে তাকে ধর্ষণ করা হয়েছে৷ কিন্তু তার বাবা শোনেনি৷
ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল৷ ৪ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়৷ তার মধ্যে মেয়েটির বাবাও রয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে৷
কিছুদিন আগে ইমরান নামে এক কাউন্সিলর ও তার শাকরেদ এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে৷ এও অভিযোগ, ভয় দেখিয়ে ওই মেয়েটিকে চুপ করিয়ে রাখা হয়৷ ধর্ষণের ছবি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে বলে ব্ল্যাকমেল করা হয় মহিলাকে৷ নির্যাতিতার স্বামী সাংবাদিকদের জানান সমাজবাদী পার্টির সদস্য অভিযুক্ত৷ দলীয় প্রভাব খাটিয়ে সে নির্যাতিতা ও তার পরিবারের মুখ বন্ধ রাখার চেষ্টা করে৷
দু মাস আগে ওই অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হলেও, এখনও তাকে গ্রেফতার করেনি পুলিশ৷ প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে অপরাধী৷ তবে পুলিশের সাফাই দু মাস আগে নয়, কয়েকদিন আগেই এফআইআর করা হয়েছে৷ তদন্ত শুরু হয়েছে৷
গত বছর উন্নাওতে ১৮ বছর বয়সী এক তরুণীকে স্থানীয় বিধায়ক ধর্ষণ করে বলে অভিযোগে উত্তাল হয়ে ওঠে দেশ। বিষয়টি নিয়ে তরুণী থানায় অভিযোগ জানাতে এলে অভিযোগ নেওয়া তো দূরের কথা তার বাবাকে গ্রেফতার করে জেলের মধ্যে হত্যা করা হয়৷ ওই বিজেপি বিধায়ককে যথাসময়ে গ্রেফতারও করা হয়নি বলে অভিযোগ ওঠে৷ পরে চাপে পড়ে তাকে গ্রেফতার করে পুলিশ৷
The post ফের উন্নাওয়ে গণধর্ষণ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.