Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

একা পেয়ে নাবালিকাকে ধর্ষণ প্রাইভেট টিউটরের

$
0
0

পটনা: ফের পুরুষের লালসার শিকার নাবালিকা৷ এমনই এক ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় বিহারের কাতিয়ারে৷ ১৮ বছর বয়সী এক প্রাইভেট টিউটর ধর্ষণ করল ৮ বছরের এক নাবালিকাকে৷ যার সাক্ষী ছিল, নাবালিকার ছোট বোন৷ এই ঘটনা গত ৩ মে ঘটেছে বলে জানিয়েছেন কাতিহারের ডিএসপি অনিল কুমার৷ পুলিশ অভিযুক্ত গোলু কুমারকে গ্রেফতার করেছে৷

পড়ুন: ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, সামনে বসে রইল অভিযুক্তের বোন

সূত্রের খবর, অভিযুক্ত গোলু কুমার, দ্বাদশ শ্রেণির ছাত্র এবং নির্যাতিতার বাড়িতেই সে অনেক বাচ্চাদের টিউশন পড়াত৷ গত এক বছর ধরে সে নির্যাতিতার বাড়িতে টিউশন করছে৷ তবে গত ৩ মে অন্য বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেয় অভিযুক্ত৷ নির্যাতিতা তার ছোট বোনের সঙ্গে সেই বাড়িতেই ছিল, তবে তাদের বাবা-মা সে সময় বাড়িতে উপস্থিত ছিলেন না৷ এই সুযোগে সে তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে, যা তার ছোট বোন দেখে ফেলে৷

পড়ুন: বাড়িতে পৌঁছে দেবে বলে ওরা গাড়িতে উঠতে বলল, তারপর…

নির্যাতিতার বাবা-মা বাড়িতে ফিরে এলে তার ছোট বোন সবকিছু জানায়৷ নির্যাতিতাকে মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয় এবং ওই প্রাইভেট টিউটরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে৷ মেডিক্যাল রিপোর্ট পাওয়াকর পরেই পুলিশ গ্রেফতার করে গোলু কুমারকে৷

The post একা পেয়ে নাবালিকাকে ধর্ষণ প্রাইভেট টিউটরের appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles