Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

স্কুলে ঢুকে গুলি করে খুন শিক্ষককে

$
0
0

পাটনা: স্কুলে ঢুকে ছাত্রদের সামনে শিক্ষককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার একটি সরকারি স্কুলে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই শিক্ষকের৷

আরও পড়ুন: নাইটক্লাবে ডিজের সঙ্গে বচসার জেরে খুন যুবক

জানা গিয়েছে, এদিন ভগবানপুর এলাকার এল এন হাইস্কুলে মোটর বাইকে করে আসে দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি৷ তখন স্কুল শুরু হয়ে গিয়েছিল৷ রাধেশ রঞ্জন নামে ওই শিক্ষক ক্লাসে ঢুকতে যাবেন, এমন সময় ছাত্রদের সামনে পরপর গুলি ছুড়ে মারে ওই দুষ্কৃতীরা৷ এর পরই সেখান থেকে পালিয়ে যায় তারা৷ শিক্ষক খুনের ঘটনায় স্কুলের পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়৷

আরও পড়ুন: মেট্রোয় মহিলার শ্লীলতাহানি, গ্রেফতার ভিন রাজ্যের যুবক

জেলার পুলিশ সুপার মানবজিত সিং জানিয়েছেন, খুনের কারণ এখনও পরিস্কার নয়৷ দুষ্কতীরা পূর্বপরিচিত নাকি প্রতিশোধ নিতে তাঁকে গুলি করা হয়েছে তা তদন্তের পরই পরিস্কার হবে৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ এদিকে শিক্ষক খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ ক্ষুব্ধ অভিভাবকরা কিছুক্ষণের জন্য হাজিপুর-মুজজফরপুর হাইওয়ে বন্ধ করে দেন৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷

The post স্কুলে ঢুকে গুলি করে খুন শিক্ষককে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles