নয়াদিল্লি: হোটেলের বাথরুমে স্নান করছিলেন তিনি৷ হঠাৎই তাঁর মনে হয় লুকিয়ে কেউ ছবি তুলছে তাঁর৷ আশঙ্কা সত্যি করে তিনি দেখেন এগসস্ট ফ্যানের জায়গায় কালো রংয়ের ক্যামেরা৷
৬ই মে নয়াদিল্লির মহীপালপুর এলাকার একটি হোটেলে ওঠেন ওই মহিলা চিকিৎসক৷ সঙ্গে ছিলেন তাঁর বন্ধু৷ বেলা সাড়ে বারোটা নাগাদ স্নান করতে বাথরুমে যান তিনি৷ ওই চিকিৎসক আচমকাই কিছু সন্দেহজনক শব্দ শুনতে পান৷ আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখেন কেউ তাঁর স্নানের ভিডিও তোলার চেষ্টা করছে৷
সঙ্গে সঙ্গে তিনি বাথরুম থেকে বেরিয়ে তাঁর বন্ধুকে ডাকেন৷ অভিযোগ জানানো হয় হোটেল মালিকের কাছেও৷ মহিলা চিকিৎসকের দাবি দুটি ঘরের বাথরুমের একটিই কমন দেওয়াল৷ সেক্ষেত্রে এই ঘৃণ্য কাজ পাশের ঘরের লোকই করবে৷
তাঁরা পরে ওই লোকটির ঘরে গিয়ে তার ফোনটি চায়৷ তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করে সেই লোকটি৷ ফোন দিলেও, তাতে তল্লাশি করে কিছু মেলেনি৷ গোটা ঘটনার প্রেক্ষিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে৷ অজ্ঞাতপরিচয় অপরাধীর বিরুদ্ধে ৩৫৪ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ পুলিশ মনে করছে পাশের ঘরের লোকটিই এই গোটা ভিডিওটি ঘটায়, পরে তা মুছে ফেলে৷ পুলিশ জানিয়েছে ফোনটি বাজেয়াপ্ত করা হবে৷ ফোনের হিস্ট্রি ঘেঁটে আসল তথ্য বের করা হবে বলে খবর৷
The post হোটেলের লুকানো ক্যামেরায় মহিলার স্নানের ভিডিও! appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.