রিও ডি জেনেরিও: সংরক্ষণশীল মনোভাবের জন্য সুপরিচিত ছিলেন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের সান্ত অ্যান্তনিও গির্জার যাজক ফাদার আলফ্লেডো রোজা বরগাস৷ শারীরিক সংসর্গ এবং চুমু খাওয়ার বিরূপ মনোভাবই ফুটে উঠত তাঁর বক্তব্যে৷ কিন্তু যাবতীয় রক্ষণশীলতা ভেঙে তিনিই কিনা নিজের নগ্ন সেলফি পাঠালেন এক মহিলার কাছে৷ আর নগ্ন সেলফি পাঠিয়েই চাকরি খোয়ালেন তিনি৷
গত সপ্তাহে আয়নার সামনে নগ্ন হয়ে তাঁর মোবাইলে সেলফি তোলেন বরগাস। তার পর হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই ছবি পাঠান এক মহিলারকে৷ পরে তা অনলাইন সংবাদমাধ্যমে চলে আসে। এর পরই বরগাসকে দায়িত্ব থেকে সরিয়ে দেন গির্জার বিশপ৷
এদিকে মহিলাকে ছবি পাঠানোর কথা স্বীকার করে নিয়েছেন বরগাসও। তবে ওই মহিলার সঙ্গে তাঁর কোনও অনৈতিক সম্পর্ক নেই বলেই জানান বরগাস৷ প্রথমে অবশ্য বিষটি গোপন করার চেষ্টা করেছিলেন তিনি৷ এমনকী ছবিটি ভুয়া বলেও চালানোর চেষ্টা করেন৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ নিরুপায় হয়ে অবশেষে তিনি বলেন, ‘আমরা সবাই পাপী।’
The post বোঝ কান্ড! এভাবে নগ্ন সেলফি পাঠালেন এক মহিলার কাছে? appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.