Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

‘পাঁচ বছর ধরে সত্যিটা লুকিয়ে আমার সঙ্গে সহবাস করেছে ও’

$
0
0

গুরগাঁও: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীকে পাঁচ বছর ধরে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। কিন্তু পরে ওই যুবক বিবাহিত জানার পর তার বিরুদ্ধ সিটি থানায় অভিযোগ দায়ের করেছে ওই যুবতী৷ পুলিশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে৷

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের বাসিন্দা যুবতী গুরগাঁওয়ের নয়া বস্তি এলাকায় থাকত৷ জানা গিয়েছে, তার সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকত গুরগাঁওয়ের সুভাষ নগর এলাকার বাসিন্দা হরিশ৷ দীর্ঘ পাঁচবছর ধরে তারা একসঙ্গে থাকত৷ পুলিশ জানিয়েছে, বিবাহিত হওয়া সত্ত্বেও হরিশ তার বিয়ের খবর যুবতীর কাছ থেকে গোপন করে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে৷ যুবতী বারবার তাকে বিয়ের কথা বললেও হরিশ পরিবারের কথা বলে বিয়ের প্রসঙ্গ এড়িয়ে যেত৷

এর কিছুদিন বাদে হরিশ অন্যত্র চলে গেলে যুবতী তার বিষয়ে খোঁজ নিতে শুরু করে৷ এরপরেই যুবতী জানতে পারে হরিশ বিবাহিত৷ এরপরেই সিটি থানায় ধর্ষণ ও প্রতারণার অভিযোগ দায়ের করে সে৷ এসপি অপরাধ রাজেশ কুমার জানিয়েছেন, যুবতীর বয়ান ১৬৪ ধারায় আদালতে দায়ের করা হয়েছে৷ অভিযুক্তকে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ৷

The post ‘পাঁচ বছর ধরে সত্যিটা লুকিয়ে আমার সঙ্গে সহবাস করেছে ও’ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles