মুম্বই: শরীর ভালো না থাকায় রাতে ওষুধ কিনতে বেড়িয়ে ছিল ১৫ বছরের নাবালিকা৷ তখনই তাঁকে অপহরণ করে হাউসিং কমপ্লেক্সের নিরাপত্তারক্ষী৷ মুম্বইয়ের ডোম্বিভেলি এলাকায় ঘটনাটি ঘটে৷
অভিযোগ একটি গাড়িতে করে মেয়েটিকে তুলে নিয়ে যায় তিন ব্যক্তি৷ যার মধ্যে ওই নিরাপত্তারক্ষীও ছিল৷ একটি বস্তি এলাকায় নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ ওই নিরাপত্তারক্ষীই তাকে ধর্ষণ করে৷ বাকি দুই অভিযুক্ত সমানে মেয়েটিকে হুমকি দিতে থাকে৷
পুলিশ অভিযোগ দায়ের করা হয়৷ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে৷
পুলিশ জানিয়েছে মেয়েটি বাড়ি ফেরার পথে তাকে তুলে নেওয়া যাওয়া হয়৷ পঁচিশ বছর বয়েসী ওই নিরাপত্তারক্ষী তার দুই বন্ধুর সাহায্যে অপহরণ করে মেয়েটিকে৷ তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর৷ ধর্ষণের পরে মেয়েটিকে অচৈতন্য অবস্থায় সেখানেই ফেলে পালিয়ে যায় তিন অভিযুক্ত৷ পরে মেয়েটি কোনও রকমে ভোরবেলায় নিজের বাড়ি ফিরে আসে৷
তিলক নগর পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের হয়৷ পকসো আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷
The post নাবালিকা ধর্ষণ, অপহরণে অভিযুক্ত বাড়ির নিরাপত্তারক্ষী appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.