কলকাতা: শতাধিক আইনজীবী, বহু ম্যাজিস্ট্রেট এবং শহরের মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের জাল লেটারহেড উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকা থেকে এই বিপুল পরিমাণ জাল কাগজপত্র উদ্ধার করে নারকেলডাঙা থানার পুলিশ। শুধু লেটারহেড নয়, রাবার স্ট্যাম্প এবং আরও বেশ কিছু ভুয়ো কাগজপত্র উদ্ধার করেছে নারকেলডাঙা থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ এতেসামুদ্দিন। বছর ৩৪-এর ওই […]
↧