সিডনিঃ তিনবছর ধরে নিজের মেয়েকেই ধর্ষণ। শুধু তাই নয়, এর ফলে যাতে মেয়ে গর্ভবতী না হয়ে পড়ে সেজন্যে ১৩ বছর বয়স থেকে গর্ভনিরোধক পিলও খাওয়াত তার বাবা। আর এই জঘন্যতম কাজকে চরম অপরাধ হিসাবে গন্য করেছে আদালত। সেজন্যে ধর্ষণের দায়ে ৭২ বছরের বৃদ্ধের ১৮ বছর কারাদণ্ড বহাল রাখল আদালত। নির্যাতিতা ওই কিশোরীর বর্তমানে বয়স ৫০। […]
↧