স্টাফ রিপোর্টার, দমদম: ভুয়ো পাসপোর্ট নিয়ে পালাতে গিয়ে ইমিগ্রেশন দফতরের হাতে আটকা পড়ল নেপালের এক মহিলা। বিমলা তামাং নামে ওই মহিলা গতকাল রাতের বিমানে দমদম বিমানবন্দর থেকে হংকং যাচ্ছিল। EK 169 বিমানের যাত্রী ছিল সে। পাসপোর্ট চেকিংয়ের সময়ে বিমানবন্দরের অভিবাসন দফতর তাকে। পাসপোর্টে গরমিল থাকায় তাকে আটক করে এনএসসিবিআই থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। […]
↧