স্টাফ রিপোর্টার: শহরে ধৃত ভুয়ো চিকিৎসক। শনিবার রাতের দিকে রোগীর ছদ্মবেশে জাল ডিগ্রী ধারি চিকিৎসক অজয় তিওয়ারিকে গ্রেফতার করা হয়। শহরে জাল চিকিৎসকদের রমরমার খবর প্রকাশ্যে আসতেই আসরে নামে সিআইডি। সেই অভিযানেই ধরা পড়ে প্রবীণ চিকিৎসক অজয় তিয়ারি। অভিযোগ, জাল এমবিবিএস ডিগ্রী নিয়েই রোগী দেখছিল অজয় তিওয়ারি। দক্ষিণ কলকাতার খিদিরপুরের কার্ল মার্ক্স সরণীর শ্রী গনেশ চেম্বারে […]
↧