Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

বিদেশি কলগার্লদের দিয়ে সেক্স র‍্যাকেট! প্রতিবেদনটি পড়লে আঁতকে উঠবেন

$
0
0

গুরগাঁও: সাইবার সিটিতে হাই প্রোফাইল  বিদেশি  সেক্স র‍্যাকেটের কারবার ফাঁস হল৷সাইবার সিটি গুরগাঁও জেলা পুলিশ সাউথ সিটি ফেজ এলাকায়  হানা দিয়ে তিনজন বিদেশি কলগার্লকে গ্রেফতার করল৷ পুলিশি হানার গন্ধ পেয়েই দেহ ব্যবসা চলা ওই এলাকার একটি গেস্ট হাউসের কেয়ারটেকার এবং এক দালাল সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে৷ এই ঘটনায় সাইবার সিটি গুরগাঁওয়ের সেক্টর-৪০ থানার পুলিশ গেস্ট হাউসের কেয়ারটেকার সহ অন্য এক যুবকের সন্ধানে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে৷

গত ২৪ ঘণ্টার মধ্যে সাইবার সিটিতে দেহ ব্যবসার কারবারিদের দ্বিতীয় ঘটনা ঘটল রবিবারও পুলিশ একটি মধুচক্রের আসর ভেঙেছে৷ ওই ঘটনায় পুলিশ পাঁচ মহিলা সহ সাতজনকে গ্রেফতার করে৷

গুরগাঁও সেক্টর-৪০ থানার পুলিশ সোমবার রাতে জানায়, সাউথ সিটি ১ নম্বর ফেজের একটি গেস্ট হাইসে এই বিদেশি কলগার্লদের দেহ ব্যবসা চলছিল৷ গোপন সূত্রে খবর, পেয়ে সেক্টর-৪০ থানার পুলিশের একটি দল ওই গেস্ট হাউসে হানা দেয়৷ গেস্ট হাউসে পুলিশ তল্লাশি চালানোর সময় হই হই পড়ে যায়৷ সেই সুযোগে গেস্ট হাউসের কেয়ারটেকার করণ সিং এবং এক দালাল মনোজ কুমার  পালিয়ে যায়৷ ওই গেস্ট হাউস থেকে পুলিশ তিন বিদেশি কলগার্লকে গ্রেফতার করে৷ তাদের বয়স ১৮ থেকে ২০ বছর৷ তাদের বাড়ি উজবেকিস্তানে৷

ধৃতরা প্রত্যেকেই বিদেশি হওয়ার কারণে পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের নির্দেশে সঙ্গে সঙ্গে তিন যুবতির মেডিক্যাল টেস্ট করানো হয়৷ তারপর তাদের ডেপুটি ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করানো হয়৷ সেক্টর ৪০ থানার পুলিশ আধিকারিক জয়প্রকাশ সংবাদ মাধ্যমকে জানান, যে গেস্ট হাউসে এই বিদেশি কলগার্লদের নিয়ে দেহ ব্যবসা চলছিল, সেই গেস্ট হাউসটি করণ সিং নামে একজনের৷ এছাড়া ওই তিন বিদেশি যুবতীর সঙ্গে মনোজ নামে একজন দালালও ছিল৷ ঘটনার পর থেকেই দু’জন পলাতক৷

The post বিদেশি কলগার্লদের দিয়ে সেক্স র‍্যাকেট! প্রতিবেদনটি পড়লে আঁতকে উঠবেন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles