স্টাফ রিপোর্টার, কলকাতা: গড়ফার চিরঞ্জিত গুপ্ত খুনের ঘটনায় ক্রমেই দানা পাকছে ত্রিকোণ প্রেমের তত্ত্ব৷ ঘটনার তদন্তে নেমে এমনই মনে করছেন তদন্তকারীরা৷ ইতিমধ্যে ওই যুবক খুনের ঘটনায় তারই এক বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ৷ ধৃতের নাম আকাশ পাইক৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন৷
কলকাতা পুলিশের ডিসি (এসডি) রূপেশ কুমার বলেন, ‘‘ধৃত যুবক খুনের কথা স্বীকার করেছে৷ ত্রিকোণ প্রেমের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷’’
মঙ্গলবার রাতে গড়ফা থানা এলাকার পার্ক লেনে নিজের ঘর থেকেই চিরঞ্জিতের(২৪) মৃতদেহ উদ্ধার করা হয়৷ তদন্তে নেমে পুলিশ তার বন্ধু আকাশকে গ্রেফতার করে৷
পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত আকাশ স্বীকার করেছে যে মঙ্গলবার রাতে সে ও চিরঞ্জিত মদ্যপান করছিল৷ সেই সময় একটি মেয়েকে নিয়ে তাদের মধ্যে বচসা হয়৷ তখনই রাগের বশে চিরঞ্জিতকে শ্বাসরোধ করে খুন করে সে৷ ঘটনার কিনারা করতে প্রয়োজনে ওই তরুণীকেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ৷
বুধবার মৃতদেহের ময়নাতদন্ত করা হয়৷ প্রাথমিক রিপোর্টে পুলিশকে জানানো হয়েছে, চিরঞ্জিতকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে৷ এরপর গড়ফা থানার পুলিশ খুনের মামলা রুজু করে৷
তদন্তে জানা গিয়েছে, ঘটনার পর থেকে চিরঞ্জিতের মোবাইল ফোনটি উধাও৷ ঘর থেকে আরও কোনও গুরুত্বপূর্ণ জিনিস খোয়া গিয়েছে কিনা তাও দেখা হচ্ছে৷
পুলিশ জানিয়েছে, বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে ৬টা পর্যন্ত ওই বাড়িতে চিরঞ্জিতের বোন ছিল৷ সে কেন কিছু টের পেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ সেই সময় সে ঘরে কি করছিল সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
গড়ফার পার্ক লেনের বাড়ির দোতলায় মা ও বোনের সঙ্গে থাকত চিরঞ্জিত৷ একতলায় থাকে ভাড়াটিয়া৷ এই ঘটনার তদন্তে ভাড়াটিয়াদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ৷
The post গড়ফার চিরঞ্জিত খুনের পিছনে ত্রিকোণ প্রেম ? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল