সুরাট: দুই স্ত্রীয়ের সাহায্যে ২৩ বছরের এক যুবতীকে চারদিন ধরে ধর্ষণ করল এক ভন্ড তান্ত্রিক৷ গুজরাটের সুরাটের আম্রলির ঘটনা৷ ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে ভূপত ওরফে মামা চৌহান নামের তান্ত্রিক ও তার দুই স্ত্রী মনা ও রমাকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ৷
পড়ুন আরও- যৌন চাহিদা মেটানোর সঙ্গে পরিবারের সঙ্গেও কথা বলতে পারে সেক্স ডল ‘সামান্থা’
নির্যাতিতা যুবতী নিখোঁজ বাবার খোঁজে পরিটিত একজনের পরামর্শে ওই তান্ত্রিকের কাছে গিয়েছিল৷ তান্ত্রিক গোপন শক্তির সাহায্যে যুবতীর বাবাকে ফিরিয়ে আনার আশ্বাস দেয়৷ কিন্তু শর্ত হিসেবে তান্ত্রিকের কিছু নির্দেশ মানতে বলে যুবতীকে৷ এরপরেই সে যুবতীকে সহবাসের জন্য চাপ দিতে শুরু করে৷
পড়ুন আরও- অ্যান্টি ট্যাংক মিসাইল তৈরিতে হাত মেলাল ভারত ও ফ্রান্স
এই ভাবেই চারদিন ধরে যুবতীর উপর যৌন নির্যাতন চালায় ওই তান্ত্রিক৷ তান্ত্রিকের দুই স্ত্রী যুবতীকে ঘটনা কথা কাউকে জানালে প্রাণে মারার হুমকি দেয়৷ কিন্তু যুবতী হুমকি উপেক্ষা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে৷ নির্যাতিতা আপাততত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷
The post অন্ধকার ঘরে দুই স্ত্রীয়ের সাহায্যে যুবতীকে লাগাতার ধর্ষণ ভন্ড তান্ত্রিকের appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল