স্টাফ রিপোর্টার: দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে ডাকাতির ঘটনায় মণিপুরি জঙ্গি সংগঠনের নাম উঠে আসায় গোয়েন্দা বিভাগ চিন্তিত৷ এই ডাকাতির মামলায় অন্যতম অভিযুক্ত লিশম ইবুমগতম্বা সিং৷ তাকে নিজেদের হেফাজতে নিল পুলিশ৷ তার বাড়ি পূর্ব ইম্ফল৷
শিলিগুড়িতে ডাকাতি করে গিয়ে ধরা পড়েছিল লিশম ও আরও দুই দুষ্কৃতী৷ পরে জানা যায়, ধৃতেরা প্রত্যেকেই মনিপুরের জঙ্গি সংগঠন কেসিপি (কাংলেইপাক কমিউনিস্ট পার্টি) সদস্য৷ তদন্তে উঠে আসে এই কেসিপি জঙ্গিরা কলকাতায় যোধপুর পার্কে ডাকাতির সঙ্গে জড়িত৷
এমন তথ্য মিলতেই ধৃত তিন জঙ্গিকে হেফাজতে নিতে আলিপুর আদালতে আবেদন করেছিল কলকাতা পুলিশ৷ সেই আবেদনের ভিত্তিতে বুধবার আদালত কেসিপি জঙ্গি লিশম সিংকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে৷ আইনি প্রক্রিয়া অনুসারে বাকি দুই দুষ্কৃতীকে অবিলম্বে হেফাজতে নেওয়া হবে৷
আরও পড়ুন: কলকাতার ডাকাতিতে মণিপুরি জঙ্গি-মাও গন্ধ খুঁজছে পুলিশ
জানা গিয়েছে, প্রাথমিক জেরায় মণিপুরি জঙ্গি লিশম যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে৷ তবে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ থেকে কলকাতা পুলিশের দাবি, লিশম ও বাকি দুই দুষ্কৃতী যোধপুর পার্কের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত৷
যোধপুর পার্কে ডাকাতির ঘটনার দিন দোকানের সিসিটিভি খারাপ ছিল৷ এখানেই সন্দেহ দানা পাকছে৷ কেউ কি তবে মণিপুরি জঙ্গি সংগঠন কেসিপি-কে সাহায্য করছে কলকাতায় ? লিশমকে লাগাতার জেরায় মিলবে অনেক সূত্র সেই সূত্র ধরে রহস্য সমাধান হবে দ্রুত৷ জানিয়েছে কলকাতা পুলিশ৷
কেসিপি একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন৷ ১৯৮০ সাল থেকে মণিপুরে এই সংগঠন সক্রিয়৷ মায়ানমার সীমান্ত লাগোয়া এলাকায় তাদের কিছু ঘাঁটি আছে৷
The post মণিপুরি জঙ্গির বয়ানে কলকাতায় ডাকাতির সূত্র খুঁজছে পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল