স্টাফ রিপোর্টার, কলকাতা: স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকেদের মারধরের অভিযোগে গ্রেফতার এক গায়ক৷ ধৃতের নাম রাহুল মিত্র৷ বুধবার সার্ভে পার্ক থানায় রাহুলের নামে মারধরের অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী সুদেষ্ণা মিত্র৷ অভিযোগ পেয়েই পুলিশ রাহুলকে গ্রেফতার করে৷ ধৃতের বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা হওয়ায় পরে জামিন পেয়ে যায় রাহুল৷
পুলিশ জানিয়েছে, রাহুলের বিরুদ্ধে গত ২৫ সেপ্টেম্বর আলিপুর আদালতে দাম্পত্য কলহের অভিযোগ করেছিলেন সুদেষ্ণা৷ তারপর ৩০ সেপ্টেম্বর বিজয়ার দিন সন্তানদের নিয়ে সার্ভে পার্ক এলাকায় বাপেরবাড়িতে যান তিনি৷ সেদিন অভিযোগের বিষয়টি জানতে পারে রাহুল৷ তখন সুদেষ্ণার বাপেরবাড়িতে গিয়ে সন্তানদের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন তাকে বাধা দিলে স্ত্রী-সহ শ্বশুর, শাশুড়িকে মারধর করে বলে অভিযোগ৷
অবশেষে বুধবার তার বিরুদ্ধে মারধরের অভিযোগ দায়ের করে তার স্ত্রী৷ সেই ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাহুলকে৷
The post স্ত্রীকে মারধরের অভিযোগে ধৃত গায়ক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল