তিরুঅনন্তপুরম: গ্রেফতার করা হল কেরলের এক যাজককে৷ চার্চে ১০বছর বয়সী এক স্কুল ছাত্রীকে যৌন উৎপীড়ন করার মামলায় সোমবার গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷
আরও পড়ুন: ‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’
পুলিশের বক্তব্য অনুযায়ী, এটি রবিবারের ঘটনা৷ নির্যাতিতা বাইবেল শোনার জন্য চার্চে গিয়েছিল৷ অভিযুক্ত দেবরাজ(৬৫)-কে সোমবার গ্রেফতার করা হয়৷ দেবরাজ, কন্দনথিট্টা সিএসআই চার্চের যাজক ছিল৷
আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম
পুলিশ জানিয়েছে, ওই যাজকের বিরুদ্ধে পকসো এবং আইপিসি-র ৩৭৬ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে৷ নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়াকর জন্য যখন তিনি চার্চে যান তখন এই ঘটনা দেখেন তিনি৷
আরও পড়ুন: ‘নাচ-গানের প্রশিক্ষণ দেওয়ার নামে দেহব্যবসায় বাধ্য করত’
পুলিশের বক্তব্য, গত এক বছর ধরে দেবরাজ যাজকের কাজ করত৷
The post চার্চের ভিতরে এই নাবালিকার সঙ্গে যা হল জানলে লজ্জা পাবেন! appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল