নয়াদিল্লি: করবা চৌথে উপবাস করেননি স্ত্রী৷ এই অপরাধে কুপিয়ে খুনের চেষ্টা স্ত্রীকে৷ আর তারপরেই আত্মঘাতী হল স্বামী৷ আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে৷ ঘটনাটি ঘটেছে উত্তর পূর্ব দিল্লির রোহিণী এলাকায়৷
জসবিন্দর সিং নামে বছর বত্রিশের ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই গোটা ঘটনা ঘটেছে ওই দম্পতির ৪ বছরের শিশুর চোখের সামনে।
আরও পড়ুন: চার্চে যাজকের যৌন উৎপীড়নের শিকার নাবালিকা
ওই দম্পতি সম্প্রতি ডিভোর্সের জন্য আদালতে আবেদন করেন৷ কিছুদিন ধরে তারা আলাদাই থাকছিলেন বলে জানা গিয়েছে। রবিবার আদালতের নির্দেশ মেনে মেয়েকে দেখতে স্ত্রীর বাড়িতে যান জসবিন্দর। সঙ্গে তার ভাই ও বোনও ছিলেন বলে সূত্রের খবর৷ সেখানে ছাদে গিয়ে দুজনেই তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এরপরেই স্ত্রীকে ছুরি দিয়ে বারবার আঘাত করতে থাকেন জসবিন্দর৷ কোনও রকমে নিজেকে বাঁচিয়ে রক্তাক্ত অবস্থায় নিচে ছুটে নেমে আসেন ওই মহিলা৷ সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সবাই ছাদে জসবিন্দরের কাছে যান৷
আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম
সবাইকে একসঙ্গে ছাদে উঠে আসতে দেখে চারতলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন জসবিন্দর। বিএসএ হাসপাতালে জ্ঞান ফেরার পর আহত মহিলা জানিয়েছেন, গত পাঁচ বছর আগে তাঁদের বিয়ে হয়। কিন্তু তারপরেই নানা সমস্যা শুরু হয় তাদের মধ্যে ৷ যার জেরে তাঁরা আলাদা হয়ে যান। গত পাঁচ বছরে এই প্রথম তিনি করবা চৌথের ব্রত পালন করেন নি। এই ঘটনা নিয়েই রীতিমতো অসন্তুষ্ট ছিলেন জসবিন্দর৷
এদিকে এই ঘটনার পরই কে এন কাটজু থানায় অভিযোগ দায়ের করা হয় মহিলার বাড়ির তরফে৷ দুজনের মধ্যে ঠিক কী হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
The post উপবাস না করার অপরাধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা স্বামীর appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল