পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: ধরা পরে জেল খেটেও কোন পরিবর্তন হয়নি আন্তঃরাজ্য মাদক কারবারের চাঁইয়ের। তাই ছাড়া পেয়ে ফের মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তে মাদক হেরোইন কারবারের বড়-সড় নেটওয়ার্ক বানিয়ে ফেলতে তৎপর হয়ে ওঠে জাহাঙ্গীর কবির।
এই খবর পেয়েই ময়দানে কোমর বেঁধে নেমে পরে পুলিশও। আর তাতেই শেষ রক্ষা হল না ওই চাঁইয়ের। লালগোলা পুলিশের জালে আবারও বমাল ধরা পরে যায় জাহাঙ্গীর কবির। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশ তল্লাশি অভিযানে নেমে উন্নত মানের লক্ষাধিক টাকার হেরোইন সমেত পাকড়াও করে তাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগোলা থানার বিলবরা কোপরা অঞ্চলের রামনগরের বাসিন্দা জাহাঙ্গীর আন্তঃ রাজ্য মাদক কারবারে নতুন মুখ নয়। বহুদিন ধরেই হেরোইন পাচারের যুক্ত থেকেছে সে।বছর দুয়েক আগেও কোটি টাকা মূল্যের উন্নত মানের ৩.৫ কেজি হেরোইন সমেত গ্রেপ্তার হয় জাহাঙ্গীর।জেল খেটে ছাড়া পেয়ে ফের মাদক ব্যবসায় কিং পিন হবার দৌড়ে হাত পাকাতে শুরু করে। ইতিমধ্যেই বাংলাদেশও তার নেটওয়ার্কের হদিসও পেয়েছে পুলিশ।
বিগত ছয় মাসে কেবল লালগোলা থানা এলাকা থেকেই ৭৪ জন মাদক কারবারী গ্রেপ্তার হয়েছে।তাদের কাছ থেকে কোটি টাকা মূল্যের ২১ কেজির উপর মাদক হেরোইন ও ৩০০ কেজি মাদক তৈরির কাঁচামালও বাজেয়াপ্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত এবারও নির্দিষ্ট জায়গায় মাদক পৌঁছে দেবার জন্য বাড়ি থেকে গভীর রাতে বেড়ায় এই কারবারী।গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার ব্লু-প্রিন্ট বানিয়ে জঙ্গিপুর-লালগোলা রাজ্য সড়কের যশইতলা মোড়ে অভিযান শুরু করেন। এই অভিযানে গ্রেফতার হওয়া জাহাঙ্গীরের কাছ থেকে উদ্ধার হয় ৪১০ গ্রাম হেরোইন। নারকটিক ড্রাগস এন্ড সাইকট্রপিক সাবস্টান্স অ্যাক্টে আদালতে তোলা হলে বিচারক তাকে ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এই ব্যাপারে লালগোলা থানার ওসি বিপ্লব কর্মকার বলেন, “ধৃত জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাংলাদেশ লিঙ্ক ও অন্যান্য কোথায় যোগাযোগ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই কারবারের সাথে যুক্ত কাউকে রেয়াদ করা হবে না।”
The post মুর্শিদাবাদে গ্রেফতার মাদক পাচার চক্রের চাঁই appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল