পাটনা: গুরু-শিষ্য সম্পর্কে যে এমন দিনও আসতে পারে তা যেন চিন্তা-ভাবনার উর্দ্ধে৷ কিন্তু বিহারের এক কোচিং সেন্টারে ঘটেছে এমনই এক লজ্জাজনক ঘটনা যা দুশ্চিন্তায় ফেলবে আপনাকেও৷ দলসিংহরায় জায়জপট্টি সিগরেট ফ্যাক্টরি রোডের একটি কোচিং-এর শিক্ষক সুমন কুমার তার নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে মাসের পর মাস যৌন সম্পর্ক স্থাপন করতে থাকে৷
আরও পড়ুন: ৩৯জন মহিলাকে ধর্ষণ করেছিল ‘নিকাহ-হালালা এক্সপার্ট’ মৌলানা করিম
কি ঘটেছে?
সূত্রের খবর, ছাত্রীটিকে ভুলিয়ে, বিয়ের প্রলোভন দেখিয়ে মাসের পর মাস শারীরিক সম্পর্কে জোর করে ওই শিক্ষক৷ ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে সমগ্র বিষয়টি প্রকাশ্যে আসে৷ নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুমন কুমারকে গ্রেফতার করে৷ ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য৷
আরও পড়ুন: ‘রোজ রাতে আমার শরীরের সঙ্গে খেলা করত ও’
পুলিশের পক্ষ থেকে বলা হয়, অভিযোগের ভিত্তিতেই ওই শিক্ষককে পুলিশি হেফাজতে নেওয়া হয়৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ তবে অভিযুক্ত নিজেকে নির্দোষ বলেই জানিয়েছে৷ তবে নির্যাতিতা যে তিন মাস ধরে ওই কোচিং সেন্টারে পড়ছে তা স্বীকার করেছে অভিযুক্ত৷
The post কোচিং সেন্টারে মাসের পর মাস ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল