মুম্বই: ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্রের আসর ভাঙল পুলিশ৷ মুম্বইয়ের এক অভিজাত এলাকা মীরা রোডে হানা দিয়ে পুলিশ একটি ম্যাসাজ পার্লারের মুখোশ খুলে দিয়েছে৷ এই আসর চালানোর অভিযোগে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তিন যুবতী সহ পার্লারের ম্যানেজারকে গ্রেফতার করেছে৷
পুলিশ আধিকারিক সুরেশ খেড়েকর জানিয়েছেন, তারা খবর পেয়েছিলেন যে ওই ম্যাসেজ পার্লারে লুকিয়ে দিনের পর দিন দেহ ব্যবসা চলছে৷ এরপরেই রাতে নকল গ্রাহক পাঠিয়ে পুলিশ দেহ ব্যবসা চালানোর হাতেনাতে প্রমাণ পায়৷ এরপরেই ওই ম্যাসেজ পার্লাসে তল্লাশি চালায় পুলিশ৷ তল্লাশি চালানোর সময় পার্লার থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন যুবতীকে গ্রেফতার করা হয়৷ এছাড়াও ওই পার্লার থেকে প্রচুর পরিমাণে আপত্তিজনক জিনিস উদ্ধার করা পুলিশ৷
পুলিশের তরফে জানানো হয়েছে, আগামিদিনে এমন অভিযান আরও চালানো হবে। তাদের কাছে বেশ কিছু জায়গায় সেক্স-র্যাকেট চালানোর খবর রয়েছে। কিন্তু প্রমাণ না মেলায় সেখানে অভিযান চালানো যাচ্ছে না। তবে খুব শীঘ্রই অভিযান চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
The post ২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল