Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ফ্রিজে মিলল যুবকের তিন টুকরো মৃতদেহ

$
0
0

নয়াদিল্লি : বন্ধুর হাতে বন্ধু খুন৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির সাইদুলাযাব এলাকায়৷অভিযোগ, নৃশংস ভাবে খুন করে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশের দাবি, অভিযুক্ত যুবক বাঙালি৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম বিপিন যোশী৷ তিনি উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন৷ তাঁর পরিবারের দাবি, গত দু’দিন ধরে বিপিনের খোঁজ মিলছিল না৷ পুলিশের কাছে প্রথমে না গিয়ে তাঁরা নিজেরাই খোঁজ শুরু করেন বিপিনের৷ খুঁজতে খুঁজতে তাঁরা দক্ষিণ দিল্লির ওই এলাকায় হাজির হন৷ সেখানেই একটি ফ্ল্যাটে থাকেন বাদল মণ্ডল৷ পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বাসিন্দা বাদল দিল্লিতেই একটি বারে কাজ করে৷ সেখানে বিপিনও কাজ করত৷ তাই বাদলের ফ্ল্যাটেই বিপিনের সন্ধানে আসেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁদের দাবি, তখন ফ্ল্যাটে ছিল না৷ তবে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাঁর সন্দেহ হয়৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে৷

আরও পড়ুন: ২০ থেকে ২৫ বছর বয়সি মহিলাদের দিয়ে চালানো হচ্ছে সেক্স-র‍্যাকেট

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ হাজির হয়৷ তারা তালা ভেঙে ঘরে ঢোকে৷ সেখানে তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখে ফ্রিজের মধ্যে রাখা বিপিনের দেহ৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় বিপিনের মৃতদেহটি তিন টুকরো অবস্থায় ছিল৷ওই ঘর থেকে একটি ধারালো অস্ত্রও উদ্ধার হয়েছে৷ পুলিশের অনুমান, বিপিনকে খুনের পর ওই অস্ত্র দিয়েই তিন টুকরো করেছে বাদল৷ তার বিপিনের শরীরের তিনটি টুকরো সে ফ্রিজের মধ্য ঢুকিয়ে রেখে পালিয়ে গিয়েছে৷

দিল্লি পুলিশ জানিয়েছে, বাদলের সন্ধানে তল্লাশি চলছে৷ সে যেহেতু এ রাজ্যের পুরুলিয়ার বাসিন্দা৷তাই বাদল পালিয়ে এ রাজ্যে নিজের বাড়িতেও আসতে পারে বলে মনে করছে পুলিশ৷ তাই এ রাজ্যের পুলিশের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করছে দিল্লি পুলিশ৷

আরও পড়ুন: ‘শুধু নগ্ন হয়ে আমার সামনে সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে’

এদিকে কেন এই খুন, তা এখনও জানতে পারেনি পুলিশ৷ তবে পুলিশের দাবি, তদন্ত শুরু হয়েছে৷ বারে কাজ করার সময় কোনও ঘটনার জেরে এই খুন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানিয়েছে৷

The post ফ্রিজে মিলল যুবকের তিন টুকরো মৃতদেহ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Latest Images

Trending Articles



Latest Images