পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: দীপাবলির মুখে সীমান্তে কোন রকম উত্তেজনা এড়াতে ভগবানগোলা থানার পুলিশের টানা তল্লাশি অভিযানে উদ্ধার হল অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র, কার্তুজ, ম্যাগাজিন। সেই সঙ্গে পাকড়াও করা হল এক ব্যক্তিকে।
বছর ৩৪-এর ওই ধৃত ব্যক্তির নাম ফিটু শেখ। বৃহস্পতিবার তাঁকে লালবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার উত্তর প্রান্ত সাগরদীঘি থানার ইসলামপুর ফেরিঘাট এলাকার বাসিন্দা ফিটু শেখ ভগবানগোলা থানার গোবরা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরা-ঘুরি করছিল। তাতেই পুলিশের সন্দেহ জাগলে ওই যুবককে জিজ্ঞাসা শুরু করে। তার অসংলগ্ন কথা বার্তায় সন্দেহ হয় টহলরত পুলিশ বাহিনীর। সন্দেহ জেঁকে বসতেই শুরু হয় তল্লাশি। আর তাতেই তার কাছ থেকে উদ্ধার হয় একটি অত্যাধুনিক অটোমেটিক ৭.৬৫এমএম পিস্তল। পাঁচ রাউন্ড কার্তুজ এবং একটি ম্যাগজিন।
এই ব্যাপারে ভগবানগোলা থানার ওসি উৎপল দাস জানান, ধৃতকে জেরা করা হচ্ছে, কেনই বা সে ওখানে এসেছিল, কি ছিল তার উদ্দশ্যে, ওই অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র, কার্তুজ কার কাছে পৌঁছে দিতে এসেছিল সব দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে”। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৫(১)(এ)/২৭আর্মস এক্টে মামলা রুজু হয়েছে।
The post দীপাবলির মরশুমে মুর্শিদাবাদ সীমান্তে উদ্ধার আগ্নেয়াস্ত্র appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল