মুম্বই: ২৮ বছরের এক মডেলকে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হল। গত কয়েকদিন আগে ওই মডেলকে ধর্ষণ করে তিন ব্যক্তি। অভিযুক্ত তিন ব্যক্তি পুলিশের সদস্য বলে জানা গিয়েছে। গত কয়েকদিন আগে ঘটনাটি প্রকাশ্যে আসে। এরপরেই বিষয়টি নড়েচড়ে বসে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পড়ুন আরও- দেখুন VDO: ইন্টারনেটে ভাইরাল দুঃসাহসিক সেক্স ভিডিও লিক
ধর্ষিতার বয়ান, ঘটনার দিন পুলিশের দুই সদস্য সুনীল খাপতে ও সুরেশ সূর্যবংশী এবং এক কনস্টেবল তিনজন মিলে গোপন সূত্রে খবর পেয়ে একটি হোটেলে হানা দেন। তাদের কাছে খবর ছিল ওই হোটেলে সেক্স র্যাকেট চলে। কিন্তু ঘটনাস্থালে গিয়ে কোনও সেক্স র্যাকেটের সন্ধান পায়নি পুলিশ। তখনই একটি ঘরে অভিযোগকারিনীকে দেখতে পেয়ে তাঁর কাছ থেকে মোটা টাকা দাবি করে অভিযুক্ত তিন পুলিশ। এর পরেই ওই মহিলাকে জোর করে কাছেই এক নিরিবলি জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষিতার মেডিক্যাল পরীক্ষা করা হবে বলে পুলিশ সূত্রে খবর।
পড়ুন আরও- নিউক্লিয়ার মিসাইল নিয়ে প্রস্তুত উত্তর কোরিয়া, সতর্ক করল CIA
The post সেক্স র্যাকেট ভাঙতে গিয়ে এই মডেলের সঙ্গে যা হল জানলে হাড়হিম হয়ে যাবে appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল