Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

বিদেশী মহিলাদের কল গার্ল হিসাবে ব্যবহার করে চলছে সেক্স-র‍্যাকেট

$
0
0

সাইবার সিটিতে আবার বড়সড় সেক্স র‍্যাকেট ভাঙল পুলিশ৷ হাই প্রোফাইল এই মধুচক্রের আসর থেকে পুলিশ পাঁচ যুবক এবং এক বিদেশি-সহ পাঁচ কলগার্লকে গ্রেফতার করেছে৷

পুলিশ জানাচ্ছে, সেক্স র‍্যাকেটটি সমগ্র দিল্লি-এনসিআর জুড়ে ছড়িয়ে রয়েছে৷ সাইবার সিটি গুরগাঁও থেকে গ্রেফতার হওয়া যুবকরা পুলিশের জেরায় জানিয়েছে, তারা দিল্লি-এনসিআরের বেশ কিছু নামকরা হোটেলে কলগার্ল সরবরাহ করে থাকে৷ সাইবার সিটিতে এই মাসেই আরও একটি সেক্স র‍্যাকেটের সন্ধান পেয়েছিল পুলিশ৷ সব মিলিয়ে এই বছর এখনও পর্যন্ত পাঁচটি বড়সড় মধুচক্রের আসর ভাঙল পুলিশ৷

গুরগাঁওয়ের পুলিশ কর্তা বিবেক শর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন সুত্রে খবর পাওয়া নিউ গুরগাঁওয়ে এই হাই প্রোফাইল সেক্স র‍্যাকেট চলছে৷ প্রাপ্ত সুত্রে ধরে পুলিশকর্মী নকল গ্রাহক সেজে ওই মধুচক্রে ঢুকে পড়ে৷ সংকেত পেতেই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সোহানা রোডে জাল পেতে চক্রের সদস্যদের গ্রেফতার করে৷এই পুলিশি হানার মোট দশজন যুবক-যুবতী গ্রেফতার হয়েছে৷ তারমধ্যে একজন যুবতী উজবেকিস্তানের বাসিন্দা৷ সে বেআইনিভাবে ভারতে বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে৷

The post বিদেশী মহিলাদের কল গার্ল হিসাবে ব্যবহার করে চলছে সেক্স-র‍্যাকেট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles