জয়পুর: বড়সড় সেক্স র্যাকেটের পর্দা ফাঁস করল জয়পুর পুলিশ। ম্যাসাজ পার্লারের আড়ালে দেহ ব্যবসা চালানোর অভিযোগে ১০জন থাই যুবতী সহ ১৮জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অবৈধভাবে দেহ ব্যবসা চালানোর অভিযোগ সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন আরও- সাবমেরিন পাঠিয়ে বিতর্কিত সাগরে যুদ্ধের প্রস্তুতি চিনা নেভির
পুলিশ সূত্রে খবর, কিছুদিন যাবত ওই এলাকার দুটি স্পা পার্লারের আড়ালে দেহ ব্যবস্যা চালানো হচ্ছে বলে অভিযোগ পায় পুলিশ। অভিযোগের ভিত্তিতে গোপন সূত্রে দুটি স্পা পার্লারেই হানা দেয় পুলিশ। দুটি জায়গা থেকে মোট ১০জন থাই যুবতি সহ মোট ১৮জনকে গ্রেফতার করে পুলিশ। থাই ওই যুবতীদের দিয়ে জোড় করে দেহ ব্যবসার কাজে নামানো হয়েছে বলে অভিযোগ। ধৃত থাই যুবতীদের ভিসা, পাসপোর্ট উদ্ধার হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের সঙ্গেও আলোচনা করা হচ্ছে বলে জানা গিয়েছে।
পড়ুন আরও- শারীরিক মিলনের পর মহিলারা এই তিনটি জিনিস করতে ভুলবেন না
The post স্পা পার্লারের আড়ালে বড়সড় দেহব্যবসার চক্র ফাঁস appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল