মুম্বই : ইন্দোনেশিয়ান সিগারেট গুডাঙ্গ গরমের ৬৯.২৬টি স্টিক উদ্ধার করল ডিরেক্টরেট অফ রেবেনিউ ইন্টেলিজেন্স (DRI)৷ শুক্রবার মুম্বইয়ের বিওয়ান্দি এলাকার একটি গোডাউন থেকে সেগুলি বাজেয়াপ্ত করা হয়৷
এই নিয়ে DRI-এর তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেখানে বলা হয়েছে বাজেয়াপ্ত করা সিগারেটগুলির মূল্য ৬.৯২ কোটি টাকা৷ প্যাকেটগুলির উপর ইংলিশ ও আরবিক ভাষায় সতর্ক বার্তা লেখা ছিল৷ এর থেকে বোঝা যায় সেগুলি মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাজারে ছাড়ার জন্য তৈরি৷
রিপোর্ট অনুসারে, এই সিগারেট পাচারচক্রের মাস্টারমাইন্ডকে এখনও ধরা যায়নি৷ সে পলাতক৷ তার সন্ধান চলছে৷ গোডাউনের কেয়ারটেকার স্বীকার করেছে, ওই সিগারেটগুলি ভারতে পাচার করা হয়েছে৷
লবঙ্গ গুঁড়ো ও লবঙ্গ তেলের সঙ্গে তামাক মিশিয়ে তৈরি হয় ইন্দোনেশিয়ান এই সিগারেটগুলি৷ ফলে সিগারেটের মধ্যে লবঙ্গের গন্ধ থাকে৷ ভারতের বাজারে এই সিগারেটের চাহিদা বেশ বেশি৷
The post প্রায় ৭ কোটি টাকার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করল পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল