Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান

$
0
0

নয়াদিল্লি : রাম রহিমের পর আবার গ্রেফতার করা হল এক স্বঘোষিত ভগবানকে৷ ধর্ষণের অভিযোগে তাকে দিল্লির সাবজি মান্ডি এলাকা থেকে শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে৷

স্বঘোষিত সেই ভগবানের নাম মোহন সর্দার দাস৷ বয়স সত্তরোর্ধ্ব৷ ২ অক্টোবর আদালতের জারি করা নির্দেশের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়৷ ৩ বছর আগে হওয়ার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে৷

এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন, মোহন সর্দার তাঁর উপর অকথ্য অত্যাচার চালাতেন৷ শারীরিক নির্যাতনের পাশাপাশি তাঁকে ধর্ষণ করতেন বলেও অভিযোগ তোলেন তিনি৷ পুলিশের ডেপুটি কমিশনার (নর্থ) যতীন নরওয়াল জানিয়েছেন একথা৷

সাবজি মান্ডি এলাকায় একটি আশ্রম চালান অভিযুক্ত মোহন সর্দার দাস৷ সেখানে নিজের পরিবারের সঙ্গে যেতেন নির্যাতিতা৷ ২০১৪ সালের নভেম্বর মাসে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ জানান তিনি৷ এও বলেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছিল ধর্ষণের কথা পুলিশের কাছে প্রকাশ করলে ফল ভালো হবে না৷ কিন্তু হুমকির পরোয়া না করে থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷ সেটি আদালতের কাছে যায়৷ আদালত পুলিশকে অভিযোগ দায়ের করে তার উপর মামলা চালানোর নির্দেশ দেয়৷

The post ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles