কার্তিক সাহা, বনগাঁ: বাংলাদেশ সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি। বিশেষ পুলিশের অভিযানে ধরা পরে এই দুই অভিযুক্ত।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে এই দুষ্কৃতিদের ধরতে বিশেষ অভিযান চালায় বনগাঁ থানার পুলিশ। সেই অভিযানেই জালে ধরা পড়ে দুই কুখ্যাত দুষ্কৃতি।
শনিবার রাতের দিকে বনগাঁ থানার কালোপুর এলাকায় এলাকায় একটি গোপন ডেরায় মদের আসরে ডাকাতির ছক কষছিল ওই দুই দূষ্কৃতী। খবর পাওয়া মাত্রই অভিযানে নামে পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় দুই ব্যক্তিকে। ধৃতদের নাম অসীম ভট্টাচার্য ও বাপি অধিকারী। এদের মধ্যে একজনের বাড়ি বনগাঁ থানার চাঁপাবেড়িয়া এলাকায় এবং অপরজনের বাড়ি শক্তিগড় এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে তোলাবাজি, হুমকি এবং খুন সহ নানাবিধ অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। ধৃতদের রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তাদের ছয় দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
The post বনগাঁয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল