অমৃতসর : পঞ্জাবের ফাজিলকা গ্রামে এক ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল৷ ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর৷ পুলিশ সূত্রে খবর, ওই নির্যাতিতার পরিবার এই নিয়ে কোনও অভিযোগ জানাননি৷ তাকে হাসপাতালেও নিয়ে যায়নি পরিবার৷ অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যান ওই মহিলা৷
আরও পড়ুন : ফের ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্বঘোষিত ভগবান
ওই নাবালিকা ক্লাস ইলেভেনের ছাত্রী৷ স্কুলে যাওয়ার পথে তাকে তুলে নিয়ে যাওয়া হয়৷ তারপর তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ একটি ঝোপ থেকে তাকে উদ্ধার করে পরিবার৷ কিন্তু তারা মেয়েটিকে চিকিত্সকের কাছে নিয়ে যায়নি৷ জালালাবদের ডিএসপি অমরজিত্ সিং জানিয়েছেন, পরিবারের তরফে তাদের কিছু জানানো হয়নি৷ গ্রামের এক ব্যক্তি তাদের খবরটি জানান৷ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন তাঁরা৷ কিন্তু ততক্ষণে মেয়েটি মারা গিয়েছে৷ এলাকাটি খুব পিছিয়ে পড়া৷ ফলে মেয়েটির পরিবার তাকে চিকিত্সকের কাছে নিয়ে যায়নি৷
পুলিশ সূত্রে জানানো হয়েছে, নির্যাতিতার মা মেয়ের এক ক্লাসমেটকে অভিযুক্ত করেছেন৷ কিন্তু সেও নাবালক হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি৷ তার বয়সও জানানো হয়নি৷ এছাড়া আরও ২ জনকে শনাক্ত করা হবে বলে মনে করা হচ্ছে৷ তারও ওই মেয়েটির সহপাঠি৷
গুরু গোবিন্দ সিং মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেয়েটির দেহ ময়নাতদন্ত করা হচ্ছে৷
The post চিকিত্সকের কাছে না নিয়ে যাওয়ায় মৃত্যু গণধর্ষিতার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল