Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

স্টিং অপারেশনে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস, ধৃত একাধিক রাজনেতা

$
0
0

লখনউ: গোপন স্টিং অপারেশন চালিয়ে গভীর রাতে হাইপ্রোফাইল সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ গোমতীনগর এলাকায় এলাহাবাদ উন্নয়ন কর্তৃপক্ষের ভিসির আবাসনে চলতে থাকা সেক্স র‍্যাকেটে তিন কলগার্ল ও এক বিএসপি নেতাসহ মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এছাড়াও দুটি বিলাসবহুল গাড়ি, এক ডজন মোবাইল, অশ্লীল বই ও অন্যান্য আপত্তিজনক সামগ্রীও উদ্ধার করেছে পুলিশ৷

পুলিশ জানিয়েছেন, গোমতীনগরের বিশালখন্ড এলাকার সূর্য প্যালেসে হাইপ্রফাইল সেক্স র‍্যাকেট চলার খবর পেয়ে এক যুবককে গ্রাহক সাজিয়ে পাঠিয়েছিল পুলিশ৷ মোবাইলের মাধ্যমে স্টিং অপারেশন চালানোর পর এসএসপি দিনেশ যাদবের নেতৃত্বে একটি দল ওই আবাসনে তল্লাশি চালায়৷ সেখান থেকে তিন দেহব্যবসায়ী-সহ এক বিএসপি নেতা এমপি সিং, আইআরএমটি কলেজের এক অধিকর্তা অনুরাগ সিং ও গাড়ি চালক ভূপেন্দ্র সিংকে আপত্তিজনক অবস্থায় আটক করা হয়৷

গ্রেফতারির প্রতিবাদ করে বিএসপি নেতা এমপি সিং এক পুলিশকর্মীর সঙ্গে হাতাহাতিও করেন৷ পুলিশ এই ঘটনায় দুই দালালকেও গ্রেফতার করে৷ ধৃত বিএসপি নেতা স্বীকার করেছে যে, গত সপ্তাহে সে সেক্স র‍্যাকেট ধরা পড়েছিল তার সঞ্চালিকার সঙ্গে তার সম্পর্ক ছিল৷ সে এলাহাবাদ উন্নয়ন কর্তৃপক্ষের ভিসি আজয় কুমার সিংয়ের বিলাসবহুল আবাসন এক লক্ষ টাকায় ভাড়া করেছিল৷ এই আবাসনের প্রতিটি ঘরে গ্রাহকদের জন্য পাঁচ তারা হোটেলের মত ব্যবস্থা করে হয়েছিল৷

এমপি সিং জানায় সেক্স র‍্যাকেটের সঞ্চালিকা অনলাইনে একটি ওয়েবসাইট বানিয়েছিল৷ এতে দেহ ব্যবসায়ীদের বুকিং করা হত৷ পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে গ্রাহকদের জন্য কলগার্লের ব্যবস্থা করা হত৷ এমনকি কলগার্লদের বুকিং অনুযায়ী বাইরেও পাঠান হত৷ পুলিশ সূত্রে খবর সেক্স র‍্যাকেটে ধৃত যুবতীরা জম্মু-কাশ্মীর ও দিল্লির বাসিন্দা৷

The post স্টিং অপারেশনে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস, ধৃত একাধিক রাজনেতা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles