Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

পুলিশি অভিযানে গ্রেফতার তিন বাইক পাচারকারী

$
0
0

মালদহ: শহরে বড় বাইক পাচার চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে চক্রের সঙ্গে জড়িত তিন ব্যক্তিকে।

একটি অ্যাপাচি আরটিআর মোটর বাইক সহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। সীমান্ত লাগোয়া জেলা মালদহ জাল নোট সহ নানাবিধ পাচার কাজের জন্য বেশ প্রসিদ্ধ। বছর খানেক ধরে সেই তালিকায় ঠাঁই করে নিয়েছিল বাইক পাচার। যা নিয়ে উদ্বিগ্ন ছিল প্রশাসন।

জেলার সদর শহর ইংরেজ বাজার থানা এলাকায় বেশ সক্রিয় হয়ে উঠেছে বাইক পাচার চক্র। বাইক চুরি করে সেগুলি সীমান্ত পেরিয়ে পাচার বা পার্টস খুলে বিক্রি করে দেওয়ার মতো নানাবিধ ঘটনার খবর আসছিল পুলিশের কাছে। অপরাধ দমনে আসরে নামে ইংরেজ বাজার থানার পুলিশ। সন্দেহ ভাজনদের তালিকা তৈরি করে চালানো হয় নজরদারি। পাচারকারীদের গতিবিধির উপরেও নজর রাখতে শুরু করে পুলিশ।

গোপন সূত্রে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে অভিযানে নামে ইংরেজ বাজার থানার পুলিশ। সাব ইনস্পেক্টর সত্য ভট্টাচার্যের নেতৃত্বে মলদহ শহরের রথবাড়ি মড়ে হানা দিয়ে হাতেনাতে গ্রেফতার করা হয় বাইক পাচারের সঙ্গে জড়িত তিন অভিযুক্তকে। উদ্ধার করা হয় একটি অ্যাপাচি আরটিআর মোটর বাইক। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে ধৃত তিন জনেই কিশোর। কেউই ১৮-র গণ্ডি পার করেনি। ধৃতেরা হলে হাসিব শেখ, মোজাফার হক এবং রাজু শেখ। এদের মধ্যে প্রথম এবং তৃতীয় জনের বয়স ১৭, অপরজনের বয়স ১৬। সকলেই সুজাপুর এলাকার বাসিন্দা। ধৃতরা দীর্ঘদিন ধরে চোরাই বাইকের কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া বাইক

বুধবার অভিযুক্ত তিনজনকে আদালতে তলা হয়। সকলকেই নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে ধৃত তিনজনকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্তদের জেরা করে আরও মোটর বাইক পাচারকারী এবং দুষ্কৃতিদের বিষয়ে তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

The post পুলিশি অভিযানে গ্রেফতার তিন বাইক পাচারকারী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Latest Images

Trending Articles



Latest Images