মুম্বই: স্পা সেন্টারে তল্লাশি চালিয়ে দুই যুবতী-সহ ম্যানেজারকে গ্রেফতার করল পুলিশ৷ অভিযোগ স্পা সেন্টারের আড়ালে সেখানে সেক্স র্যাকেট চলছিল৷ মুম্বইয়ের জুহু এলাকার ঘটনা৷ জুহু পুলিশ সূত্রে খবর, তারা গুপ্তচরের কাছ থেকে খবর পেয়েছিলেন যে ওই স্পা সেন্টারে সেক্স র্যাকেট চলছে৷ এরপরেই পুলিশ একটি দল গঠন করে৷ ওই দলে দুজন সাব ইন্সপেক্টর ও একজন ইন্সপেক্টর ছাড়াও দুইজন মহিলা পুলিশ আধিকারিক ছিলেন৷
পুলিশের একজন ওই স্পা সেন্টারে গ্রাহক সেজে যায়৷ গ্রাহকরূপী পুলিশ কর্মীর কাছ থেকে একঘন্টা পর্যন্ত কোনও উত্তর না পেয়ে পুলিশের দল স্পা সেন্টারে হানা দেয়৷ সেখানেই তল্লাশি চলাকালীন একটি লিফট পাওয়া যায় যেটি অন্ডারগ্রাউন্ড ফ্লোরে নিয়ে যায়৷
মিডডে’র রিপোর্ট অনুযায়ী, পুলিশ জানিয়েছে স্পা সেন্টারের ভিতরে এক বিশেষ লিফট তৈরি করা ছিল সে গ্রাহকদের আন্ডারগ্রাউন্ডের ফ্লোরের নিয়ে যায়৷ সেখানেই বিভিন্ন কামড়ায় যুবতীরা গ্রাহকদের সঙ্গে টাকার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপণ করে৷ লিফটের সাহায্যে নিচে গিয়ে পুলিশ দেখতে পায় সেখানে ছয় টি কামড়া রয়েছে৷ ওই ঘরেই স্পা সেন্টারের কর্মরত যুবতীদের গ্রাহকদের সঙ্গে আপত্তিজনক অবস্থায় ছিল৷পুলিশ ওই কর্মীও সেখানেই ছিলেন৷ আন্ডারগ্রাউন্ডে নেটওয়ার্ক না থাকায় তিনি খবর দিতে পারেননি৷
পুলিশ ঘটনাস্থল থকে নগদ টাকাও উদ্ধার করেন৷ এছাড়াও স্পা সেন্টারের দুই মহিলা কর্মীকেও গ্রেফতার করা হয়৷ ধৃত দুই যুবতূর বয়স ২০ থেকে ২৫য়ের মধ্যে বলে জানা গিয়েছে৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ যদিও তারা জামিনে ছাড়া পেয়ে গিয়েছে৷
The post স্পা সেন্টারে সেক্স র্যাকেটের রমরমা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল