স্টাফ রিপোর্টার, পাঁশকুড়া: রাতের অন্ধকারে দোকানের শার্টার ভেঙে সোনা ও রুপো মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতী দল৷
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পাঁশকুড়া-মেছোগ্রামের মাঝে ৬ নম্বর জাতীয় সড়কের অদূরে জিয়াদা বাজারে৷ এদিন সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীদের নজরে পড়ে দুটি সোনা দোকানের শার্টার ভাঙা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট বাজারটিতে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৫ টি দোকান রয়েছে৷ তবে ব্যবসায়ীদের তরফে সেখানে কোনও রাত পাহারার ব্যবস্থা নেই৷ রাত ১০টার পর বাজার বন্ধ হয়ে যায়৷ স্বভাবতই, প্রাথমিক তদন্ত থেকে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ওই বাজারের সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিল৷ সেখানে রাত পাহারার ব্যবস্থা নেই এটাও তাদের অজানা ছিল না৷ তাই রাতের অন্ধকারেই নিশ্চিন্তে দুটি সোনা দোকানের শার্টার ভেঙে চুরির ঘটনা ঘটিয়েছে তারা৷
এদিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়- বাজারের দুটি সোনার দোকানের শার্টার ভাঙা৷ দোকানের ভিতরে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে৷ দোকানের সিসিটিভিও ভাঙা৷ এভাবে রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরাত্ম্য আতঙ্ক তৈরি হয়েছে বাজারের ব্যবসায়ীদের মধ্যে৷ তাঁরা নিরাপত্তার অভাব বোধ করছেন৷ ব্যবসায়ীরা এলাকায় পুলিশি নজরদারির আবেদন জানিয়েছেন৷ পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে৷ তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে৷
The post পাঁশকুড়ায় সোনার দোকানে দুঃসাহসিক চুরি appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল