Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

পুরো পাগল! ‘সেক্স করার জন্য দশবার ফোন করত ও আমাকে’

$
0
0

লন্ডন: ফুটবলারদের জীবনের সঙ্গে ‘সেক্স’ শব্দটা ওতপ্রতো ভাবে জড়িয়ে রয়েছে৷ কখনও গোপন ভিডিও ফাঁস হয়ে যাওয়া বা কখনোও একাধিক নারীর সঙ্গে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করা৷ এবার ম্যান সিটি’র স্টার ফুটবলার ইয়াইয়া ত্যুরেকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন এক কলগার্ল৷

স্যান্ড্রা নামের সেই হাইপ্রোফাইল এসকর্ট বলছেন,‘ ত্যুরে ওর সঙ্গে সেক্স করার জন্য আমাকে রীতিমতো অনুরোধ করত৷ সপ্তাহে দশবার ফোন করত আমাকে রাজি করানোর জন্য৷আমি না-বলায়, ত্যুরে আমাকে বলল যত টাকা লাগবে ও দিতে রাজি আছে৷ ঘণ্টায় প্রায় ১৪ হাজার টাকা করে নিতাম ওর থেকে৷ শুরুর দিকে ও একটু নার্ভাস ছিল৷ কিন্তু পরে সব ঠিক হয়ে যায়৷ ও একটু পাগলাটে প্রকৃতির৷

বাকি ছেলেদের মতো ত্যুরেও আমাকে বলত যে ও না কী আমার জীবন বদলে দেবে৷ ওকে আমার গোপন অঙ্গের ছবি তুলে ফোনে পাঠাতাম৷ ও খুব আনন্দ পেত৷’ ঘটনাচক্রে ত্যুরে বিবাহিত৷ তিনিও অনান্য অনেক ফুটবলারের মতোই স্ত্রীকে ঠকালেন৷

The post পুরো পাগল! ‘সেক্স করার জন্য দশবার ফোন করত ও আমাকে’ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles