Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

সেক্স-র‍্যাকেটে মহিলাদের জোর করে দেহ-ব্যবসা করানোর অভিযোগ

$
0
0

পুনেঃ  বড়সড় সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস! ঘটনার মূল পাণ্ডা সহ এক মহিলাকে গ্রেফতার করল পুণে ক্রাইম ব্রাঞ্চ৷ পুণের ভোসারি গাওয়ালিনগরের পারমেলা চলের ঘটান৷ মধ্যবয়স্কা মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি এক যুবতীকেও উদ্ধার করা হয়েছে৷ তাতে দিয়ে জোর করে দেবব্যবসা করানো হত বলে অভিযোগ৷

আরও পড়ুন: গৃহবধূ থেকে সেলিব্রিটি! কল গার্লের মাধ্যমে সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস

ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক জানিয়েছেন, ৪৬ বছরের ওই মহিলা সেক্স র‍্যাকেট চালাত৷ পুলিশ খবর পয়েছিল ওই মহিলাকে ভোসারি-দিঘি রোডের এক হোটেলে কিছু কলগার্লদের নিয়ে আসা হবে৷ সেই খবররের ভিত্তিতেই হোটেলের আশেপাশের এলাকায় আগে থেকেই পুলিশ মোতায়েন করা হয়৷ তার পরেই ওই মহিলাকে গ্রেফতার কর হয়৷

আরও পড়ুন: এই শহরে বড়সড় সেক্স-র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা বিগত কয়েকমাস ধরেই এলাকায় দেহব্যবসা চালাচ্ছিল৷ ওই মহিলা গ্রাহকদের চাহিদা অনুযায়ী যুবতীদের সাপ্লাই দিত৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রিভেনশন অফ ইমমরাল ট্রাফিকিং অ্যাক্টের (পআইটিএ) বিভিন্ন ধারায় ধৃত মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এছাড়াও এই ঘটনায় তদন্ত করছে পুলিশ৷

আরও পড়ুন: স্পায়ে মধুচক্র! ঘনিষ্ঠ মুহূর্ত থেকে যুবক-যুবতিকে ধরল পুলিশ

The post সেক্স-র‍্যাকেটে মহিলাদের জোর করে দেহ-ব্যবসা করানোর অভিযোগ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles