Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

শিশুদের উপর বাড়ছে যৌন নির্যাতন, বলছে রিপোর্ট

$
0
0

নয়াদিল্লি: সদ্য সামনে এসেছে কলকাতার জিডি বিড়লা স্কুলে চার বছরের শিশুকে যৌন নিগ্রহের ঘটনা৷ এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল৷ ২০১৫ সালে প্রাপ্তবয়স্কদের তুলনায় ২০১৬ সালে শুধু শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা ৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ বলছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর(এনসিআরবি) তথ্য৷ লালসার হাত থেকে রেহাই নেই শৈশবেরও৷ ৯ মাস থেকে ৯ বছরের শিশুরাও এখন বিকৃত যৌনতার শিকার৷

আরও পড়ুন: স্কুলের মধ্যেই শিশুকে যৌন নির্যাতন, অবশেষে গ্রেফতার দুই শিক্ষক

এনসিআরবি তথ্য বলছে ২০১৫ সালে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় ১০ হাজার ৮৫৪টি অভিযোগ দায়ের করা হয়েছিল৷ অন্যদিকে ২০১৬ সালে শিশু নির্যাতন বিরোধী পসকো আইনের ৪ ও ৬ নম্বর ধারায় ১৯ হাজার ৭৬৫টি অভিযোগ দায়ের হয়েছে৷

আরও পড়ুন: ৩ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনে ধৃত প্রতিবেশী কাকা

শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনার নিরিখে এগিয়ে বিজেপি শাসিত দুই রাজ্য- উত্তর প্রদেশ ও মধ্য প্রদেশে৷ এনসিআরবি’র তথ্য বলছে সারা দেশের মধ্যে মধ্যপ্রদেশে পসকো আইনে ২৪৬৭টি, উত্তরপ্রদেশে ২২৯২টি, ওডিশাতে ১২৫৮টি ও তামিলনাড়ুতে ১১৬৯টি অভিযোগ দায়ের হয়েছে৷ ২০১৫ সালে সারা দেশের মধ্যে ১৫৬৮টি অভিযোগ দায়ের করা হয়েছিল৷ এক বছর পর উল্লিখিত প্রতিটি রাজ্যে শিশুদের উপর নির্যাতনের ঘটনা ৬০ থেকে ৭০ শতাংশ হারে বেড়েছে৷ কেবল তালিকায় নয়া সংযোজন তামিলনাড়ু৷

আরও পড়ুন : যৌন আসক্তিদের মানসিকতা মাদকাসক্তের সমান

বলা বাহুল্য পুলিশে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তৈরি করে এনসিআরবি৷ অনেক ক্ষেত্রে নির্যাতনের অভিযোগ প্রকাশ্যেই আসে৷ লোক লজ্জার ভয়ে অনেকে থানায় গিয়ে অভিযোগ জানাতে চান না৷ ফলে বাস্তব ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি৷ এছাড়া সার্বিক ভাবে শিশুদের উপর অপরাধের ঘটনার নিরিখে এগিয়ে দিল্লি৷ তারপরেই আছে ছড়িশগড় ও মধ্যপ্রদেশ৷

The post শিশুদের উপর বাড়ছে যৌন নির্যাতন, বলছে রিপোর্ট appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles