লুধিয়ানা: ফের সেক্স র্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ পাঞ্চাবের লুধিয়ানার ঘটনা৷ একটি ভাড়া বাড়িতে হানা দিয়ে পুলিশ দেহব্যবসার অভিযোগে দুই মহিলাসহ মোট চার জনকে গ্রেফতার করেছে৷
পুলিশ সূত্রে খবর, গোপন খবর পেয়েই লুধিয়ানার শান্তিনগর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ এক মহিলা বাড়িটি ভাড়া নিয়ে সেখানে মধুচক্রের আসর সাজিয়ে বসেছিল৷ পুলিশ তল্লাশি চালিয়ে মধুচক্রের সঞ্চালিকাসহ চার অভিযুক্তকে গ্রেফতার করে৷ যদিও এক মহিলা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়৷
থানার পুলিশ অফিসার সুরেন্দ্র সিং জানিয়েছেন, মধুচক্রের সঞ্চালিকাসহ এক মহিলা ও দুই অভিযুক্ত ব্রজেশ কুমার ও রণজিৎ সিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পলাকত মহিলাকে খোঁজা জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ৷
The post বাড়ি ভাড়া নিয়ে চলছে দেহ ব্যবসা, ধৃত দুই মহিলাসহ মোট চার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল