Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

দুধে মাদক মিশিয়ে মেয়েকে ধর্ষণ বাবার

$
0
0

লখনউ: বাইরে আদৌ কতটা নিরাপদ মেয়েরা? এ প্রশ্ন বছরের পর বছর ঘুরে ফিরে এসেছে৷ কিন্তু বাড়ির চার দেওয়ালের মধ্যে বাবা-মা-এর মাঝে থেকেও যে নিরাপদ নয় মেয়েরা সেই ভয়ঙ্কর ছবিটাই ফের একবার তুলে ধরল উত্তরপ্রদেশের ভোপুর গ্রামের ঘটনা৷ লালসার শিকারে এবার মেয়েকেই ফাঁদে ফেলল বাবা৷ শনিবার পুলিশ সূত্রে খবর, ভোপুর গ্রামে এই ঘটনা ঘটে৷ পুলিশ আধিকারিক সায়ানা অন্বিতা উপাধ্যায় জানান, বাড়িতে মায়ের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগায়৷

কি ঘটেছিল?
জানা যায়, ১৭ বছর বয়সী ওই নির্যাতিতা এবং তার বাবা-মা ভোপুর গ্রামের বাসিন্দা৷ গত বুধবার যখন তার মা এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বেরিয়ে যান তখনই এই ঘটনা ঘটে৷ নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, তার বাবা তাকে দুধ খেতে দেয় যার মধ্যে মাদকদ্রব্য মেশানো ছিল৷ তারপরেই তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে তার বাবা৷

পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে এবং অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্যাতিতা৷

The post দুধে মাদক মিশিয়ে মেয়েকে ধর্ষণ বাবার appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles