Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ভোররাতে শহরে কারখানার দারোয়ান খুন

$
0
0

স্টাফ রিপোর্টার, কলকাতা: তিলজলায় রহস্যজনকভাবে খুন এক বৃদ্ধ দারোয়ান৷ সোমবার সকালে তিলজলা থানা এলাকার ১৮বি তপসিয়া রোডের একটি জুতো কারখানার ভিতরে মহম্মদ গোলাম রসোল (৭৫) নামের ওই দারোয়ানের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়৷

ডিসি (এসইডি) কল্যাণ মুখোপাধ্যায় জানিয়েছেন, মাথায় আঘাতের চিহ্ন রয়েছে৷ কীভাবে খুন করা হয়েছে তা জানার জন্য মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তিলজলা থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন কারখানার মালিক৷

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে তপসিয়া রোডের এক্সাইড প্লাস্টিক নামে ওই জুতো কারখানার মালিক প্রথম দারোয়ানের মৃতদেহটি দেখতে পান৷ কারখানার ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে৷ হাওড়ার বাসিন্দা ওই দারোয়ান বেশ কিছুদিন ধরে এই কারখানায় কাজ করছেন৷ তবে কী কারণে খুন হতে হল সে বিষয়ে এখনই কিছু বলতে পারছে না পুলিশ৷

সোমবার ভোররাতে দারোয়ানকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ৷ তদন্তে নেমে কারখানার ভিতরে কোনও মূল্যবান জিনিস খোয়া গিয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ পুলিশের অনুমান, চুরি করতে বাধা দেওয়ার কারণে এই খুন করা হয়ে থাকতে পারে৷ ভোররাতে কারখানার ভিতরে কে বা কারা ঢুকেছিল কিনা তা জানার জন্য কারখানার ভিতরের এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ পাশাপাশি ওই রাতে দারোয়ান ছাড়াও আর কে কে ডিউটিতে থাকত সেই বিষয়টি কর্তৃপক্ষের থেকে জানতে চাওয়া হয়েছে৷ ঘটনার পরে কারখানার কোনও কর্মী অনুপস্থিত রয়েছেন কিনা তাও খোঁজখবর নেওয়া হচ্ছে৷

The post ভোররাতে শহরে কারখানার দারোয়ান খুন appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles