Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ম্যাসাজ পার্লারের অন্তরালে অবাধে মধুচক্র! এরপর জানেন কি হল?

$
0
0

নয়াদিল্লি: ফরিদাবাদ থানার সেন্ট্রাল এলাকার সিটি মলে হানা দিয়ে সেক্স র‍্যাকেটের পর্দাফাঁস করল পুলিশ৷ ঘটনাস্থলে থেকে পাঁচ যুবতী ও তিন যুবককে গ্রেফতার করা হয়েছে৷ ম্যাসাজ পার্লারের অন্তরালে চলছিল মধুচক্র৷ ধৃত যুবক যুবতী দেশের বিভিন্ন রাজ্যর বাসিন্দা বলে জানা গেছে৷

পুলিশ জানিয়েছে, তারা গোপন সূত্রে খবর পেয়েছিলেন যে, সেক্টর ১২র সিটি মলের রিয়েল এশিয়ান স্পা মাসাজ পার্লারে মধুচক্রের ব্যবসা চলছে৷ খবর পাওয়ার পরেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে দল গঠন করা হয়৷ সন্ধ্যায় এক পুলিশকর্মী গ্রাহক সেজে পার্লারে যায়৷ কথা পাকা হওয়ার পর পার্লারে তল্লাশি চালানো হয়৷

পুলিশ পার্লারের ভিতর থেকে এক যুবক যুবতীকে অশ্লীল অবস্থায় উদ্ধার করে৷ ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচ যুবতীকে গ্রেফতার করেছে৷ এছাড়াও পার্লারের সঞ্চালক মুকেশ সৌরোতের সঙ্গে দুই অন্য যুবককেো গ্রেফতার করা হয়েছে৷

মল থেকে সেক্স র‍্যাকেটের পার্দাফাঁস করার পর পুলিশ নজরদারি শুরু করে৷ ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিশ৷ ধৃত যুবতীদের মেডিকেল টেস্ট করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ পুলিশ জানিয়েছে, ধৃত যুবতীরা উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, নেপাল, দিল্লি ও ফরিদাবাদের বাসিন্দা৷

উল্লেখ্য, এর আগেও দিল্লি ও সংলগ্ন এলাকায় মধুচক্রের পর্দাফাঁস করা হয়েছে৷ গুড়াগাঁওয়ে ইতিমধ্যেই প্রায় ছয়টি মধুচক্রকে হাতেনাতে ধরেছে দিল্লি পুলিশ৷ এছাড়াও দিল্লিতে একটি সেক্স র‍্যাকেট পুলিশের জালে ধরা পড়ে যেখানে বিদেশী যুবতীদের দিয়ে জোর করে দেহব্যবসা করানো হত৷ এর আগেও গুড়গাঁওয়ে বিদেশী কলগার্লদের একটি হাই প্রোফাইল র‍্যাকেট ধরা পড়ে৷

 

The post ম্যাসাজ পার্লারের অন্তরালে অবাধে মধুচক্র! এরপর জানেন কি হল? appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles