Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

দ্বারকায় ধর্ষণ বিদেশিনীকে, অভিযুক্তের খোঁজে পুলিশ

$
0
0

নয়াদিল্লি: দেশে ক্রমশ বাড়ছে বিদেশীদের উপর নিগ্রহের ঘটনা৷ দিন কয়েক আগে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষাতে উঠে এসেছিল এমনই তথ্য৷ ফের একবার বিদেশিনীকে নিগ্রহের ঘটনা ঘটল৷ ঘটনাস্থল গুজরাতের দ্বারকা৷

আরও পড়ুন: ভারতে বিদেশিদের উপর হামলার ঘটনা বাড়ছে, বলছে রিপোর্ট

সোমবার কেনিয়ার এক নাগরিককে দ্বারকাতে ধর্ষণ করা হয়৷ পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির বাসিন্দা ওই বিদেশিনীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করে এক নাইজেরিয়ান যুবক৷ ঘটনার পরই পলাতক অভিযুক্ত৷
পেশায় পোশাক ব্যবসায়ী ২৭ বছর বয়সী কেনিয়ার এক নাগরিক ভারতে বেড়াতে আসেন৷ দক্ষিণ দিল্লির এক বাড়িতে ভাড়া থাকেন তিনি৷ রবিবারই বসন্ত কুঞ্জের এক শপিং মলে এক নাইজেরিয় যুবকের সঙ্গে আলাপ তার৷ প্রথম আলাপেই ভালো বন্ধু হয়ে যান তারা৷ এরপরই তরুণীকে দ্বারকায় তার বাড়িতে আসার আমন্ত্রণ জানান ওই যুবক৷

আরও পড়ুন: নমস্কারের জবাব না দেওয়ায় মারধর বিদেশীকে

এক পুলিশ আধিকারিক জানান, ওই মহিলার অভিযোগ সোমবার সকালে যুবকের বাড়ি যাবার পরই তার উপর ঝাঁপিয়ে পড়ে সে৷ এরপরই তাকে ধর্ষণ করে সেই যুবক৷ ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় ধর্ষণকারী৷
এরপরই থানায় অভিযোগ জানান নির্যাতিতা৷ দিন দয়াল উপাধ্যায় হাসপাতালে তার শারিরীক পরীক্ষা হয়৷ সেই পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে৷ দ্বারকা থানার ডিসিপি শিবেশ সিং মঙ্গলবার বলেন, অভিযুক্তের বয়স তিরিশের কোঠায়৷ তার খোঁজে তল্লাশি চলছে৷

The post দ্বারকায় ধর্ষণ বিদেশিনীকে, অভিযুক্তের খোঁজে পুলিশ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles