মাদুরাই: বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্বামী৷ তাই স্বামীর গোপনাঙ্গে গরম তেল ঢেলে দিয়ে ভয়াবহ প্রতিশোধ নিল স্ত্রী৷ ঘটনাটি ঘটেছে তামিলনাডুর নেহেরু নগরে৷ গোপনাঙ্গে গভীর ক্ষত নিয়ে রাজাজি হাসপাতালে ওই ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে৷
ওই ব্যক্তি পেশায় অটোচালক৷ কয়েক বছর আগেই নেহেরু নগরের শশীকলার সঙ্গে তার বিয়ে হয়৷ বিয়ের পর সম্পর্ক ভালোই ছিল৷ কিন্তু আচমকাই সম্পর্কে জটিলতা বাড়তে থাকে৷ দাম্পত্য কলহ বাড়তেই থাকে তাদের মধ্যে৷ তাই শশীকলার স্বামী এম পরমেশ্বরম বিরাত্তিপাখুর এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িয়ে পরেন৷ এরপরই স্বামী স্ত্রীয়ের মধ্যে শুরু হয় তুমুল অশান্তি৷ পুলিশে অভিযোগ দায়ের করেন শশীকলা৷
পুলিশের কাছে অভিযোগ দায়ের করেও ক্ষান্ত হন নি তিনি৷ গত শনিবার পরমেশ্বরমকে ফোন করে বাড়িতে ডেকে তার ঘুমের সুযোগ নিয়ে শশীকলা তার গোপনাঙ্গে গরম তেল ঢেলে দেয়৷ এই ঘটনার পরই যন্ত্রনায় ছটফট করতে থাকে পরমেশ্বরম৷ চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়িতে ছুটে আসেন৷ এরপর তারাই পরমেশ্বরমকে হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে পরমেশ্বরম৷ চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে৷ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে৷
The post স্বামীর গোপনাঙ্গে গরম তেল ঢেলে প্রতিশোধ নিল স্ত্রী appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল