Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

ভাই-বোনের সামনে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ ধর্মগুরুর

$
0
0

ইন্দোর: ফের ধর্মগুরুর অন্ধকার দিকটি উঠে এল প্রকাশ্যে৷ ইন্দোরে ধর্মগুরুর লালসার শিকার হয়েছে এক নাবালিকা৷ পুলিশ গ্রেফতার করেছে তাকে৷ কানাড়িয়ার খত্রিখেড়ার অওধেশদাস আশ্রমের বাসিন্দা এই অভিযুক্ত বাবা৷ এক সংবাদ মাধ্যমের খবর অনায়ী, ২মাস আগে এক ব্যক্তি তার ৩ মেয়ে এবং ১ ছেলেকে এই আশ্রমে ছেড়ে চলে যায়৷ যার পরিবর্তে সে নিয়ে যায় সাত হাজার টাকা৷ ওই ধর্মগুরু চার ছেলে মেয়েকে আশ্রমে আটকে রাখে৷

পড়ুন: ছাত্রীদের দিয়ে অবৈধভাবে দেহব্যবসার পর্দাফাঁস করল পুলিশ

জানা গিয়েছে, নির্যাতিতা অষ্টম শ্রেণির ছাত্রী৷ সে পুলিশকে জানিয়েছে যে তার ছোট ভাই বোনের সামনেই ওই ধর্মগুরু তাকে ধর্ষণ করত৷ এই বিষয়ে স্থানীয় বাচ্চাদের তারা জানালে, সেই স্থানীয় বাচ্চারা এসে ধর্মগুরু কাছে দাবি জানায় তাদের ছেড়ে দেওয়ার জন্য৷ এর প্রত্যুত্তরে অভিযুক্ত জানায় সে সাত হাজার টাকায় তাদের কিনেছে৷ তার টাকা ফেরৎ দিয়ে দিলে সেও ওই চারজনকে ছেড়ে দেবে৷

পড়ুন: চলন্ত ট্রেনে ধর্ষণ মহিলা হকারকে, ধৃত অভিযুক্ত

এরপরেই তাদের ছাড়াবার জন্য বাচ্চা চাঁদা তুলতে শুরু করে, যার ফলে সমগ্র ঘটনা প্রকাশ্যে চলে আসে৷ খবর যায় পুলিশের কাছে৷ স্থানীয় বাসিন্দাদের সাহায্যে অভিযুক্ত ওই ধর্মগুরুকে গ্রেফতার করে পুলিশ এবং ওই চারজন বাচ্চাসহ বাকিদেরও উদ্ধার করে৷ অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ৷ খোণজ চলছে ওই চারজনের বাবারও৷

The post ভাই-বোনের সামনে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ ধর্মগুরুর appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles