লখনউ: গণধর্ষণের পর ধর্ষণ৷ ক্যানসার আক্রান্ত এক ১৫ বছরের কিশোরীকে গণধর্ষণের পর রাস্তায় ফেলে পালিয়ে যায় দুই অভিযুক্ত৷ পরে ওই কিশোরীর অসহায়তার সুযোগ নিয়ে ফের এক পথচারী ধর্ষণ করে তাকে৷ ঘটনার কথা জানাজানি হতেই দেশ জুড়ে ওঠে নিন্দার ঝড়৷ তড়িঘড়ি তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
আরও পড়ুন: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হরিয়ানা
মর্মান্তিক এই ঘটনাটি ঘটে রবিবার লখনউয়ের সরোজিনীনগর এলাকায়৷ জানা গিয়েছে, এদিন সকালে খাবার আনতে বাইরে যায় ওই কিশোরী৷ পথেই শুভম ও সুমিত নামে দুই যুবকের সঙ্গে দেখা হয়৷ একই এলাকায় থাকার সুবাদে ওই দুই যুবকেই চিনত কিশোরী৷ এরপর শুভম ও সুমিত ওই কিশোরীর সঙ্গে গল্প করতে করতে তাকে নির্জন এলাকায় নিয়ে যায়৷ অভিযোগ, সেখানেই তাকে গণধর্ষণ করা হয়৷
আরও পড়ুন: দেশের মধ্যে গণধর্ষণে প্রথম এই রাজ্য
নির্যাতনের এখানেই শেষ নয়৷ গণধর্ষণের পর ওই কিশোরীকে নির্জন স্থানে রেখে পালিয়ে যায় তারা৷ কোনরকমে নিজেকে সামলে ওই কিশোরী সাহায্য চাইতে থাকে৷ সেই সময় এক পথচারী সাহায্যের জন্য এগিয়ে আসে৷ কিন্তু বুঝতে পারেনি রক্ষকের নামে ভক্ষকই সাহায্য করতে এগিয়ে এসেছে৷ কিশোরীর অসহায়তা ও একাকীত্বের সুযোগকে কাজে লাগিয়ে ফের ধর্ষণ করে ওই পথচারী৷ পরে বীরেন্দ্র যাদব নামে তৃতীয় অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷
The post যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার ক্যানসার আক্রান্তকে ফের ধর্ষণ appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল