Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

কীভাবে পারলেন? প্রেমিককে নপুংশক করার সুপারি দেয় প্রেমিকা

$
0
0

ভূপাল:  যুবক খুনের ঘটনায় তার প্রেমিকাসহ পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ৷ পুলিশ জানিয়েছে, বিজয় খড়সে নামের ২৭ বছর বয়সী যুবকের খুন প্রায় একসপ্তাহ আগে ভূপালের নিশতপুরা এলাকায় হয়েছিল এবং এই যুবকের বিয়ের একমাসও হয়নি৷ খুনের তদন্তে নেমে পুলিশ যুবকের মোবাইল কল খতিয়ে দেখলে সরিতা নামের এক যুবতীর প্রতি তাদের সন্দেহ হয়৷ সরিতাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলে৷

সরিতা জানায়, বিজয় তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও ক্রমাগত মিথ্যা কথা বলতে থাকে৷ সে কারণে সরিতা তাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিল৷ সরিতা জানায় সে তার ভাইয়ের সঙ্গে মিলে দুই যুবককে প্রায় ছয় হাজার টাকা দিয়ে বিজয়ের হাত পা ভেঙে তাকে নপুংশক বানিয়ে দেওয়ার সুপারি দেয়৷ কিন্তু ওই দুই যুবকের সঙ্গে বিজয়ের ধস্তাধস্তি হলে ভুল করে ছুরি বুকে ঢুকে যায়৷

ভুপালের এসপি অরবিন্দ সাক্সেনা জানিয়েছেন, যখন বিয়ের কার্ড বিলি হতে শুরু করে ও বিয়ের বিভিন্ন তোড়জোর শুরু হয় তখন সরিতার মনে হয় বিজয় তাকে বিয়ে করবে না তখন সে দুখী হয়ে বিজয়কে শিক্ষা দিতে চেয়েছিল৷

The post কীভাবে পারলেন? প্রেমিককে নপুংশক করার সুপারি দেয় প্রেমিকা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055