Quantcast
Channel: ক্রাইম – Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India
Viewing all articles
Browse latest Browse all 1055

মায়ের অবৈধ প্রেমের জেরে প্রাণ হারাল শিশুকন্যা

$
0
0

নয়াদিল্লি: ফের অবৈধ সম্পর্কের মাঝে পড়ে প্রাণ হারাতে হল এক শিশুকে৷ প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নিজের মেয়েকেই মেরে ফেলল এক মা৷ তন্ত্রমন্ত্রের জেরে এমন এক কাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান করা হলেও পরে ঘটনা জেনে স্তম্ভিত পুলিশ৷

কি ঘটেছে?
সূত্রের খবর অনুযায়ী, দিল্লির গাজীপুর এলাকাতে এই ঘটনা ঘটেছে৷ বুধবার মধ্য রাতে ৬ বছরের এক শিশুকন্যা তার পরিবারের সঙ্গে বাড়িতে বসেই টিভি দেখছিল৷ এর কিছুক্ষণ পরেই সে নিখোঁজ হয়ে যায়৷ অনেক খোঁজার পরও তাকে পাওয়া না গেলে পুলিশের কাছে খবর দেওয়া হয়৷

পড়ুন: বিয়ে করায় চাকরি খোয়ালেন শিক্ষক দম্পতি

মামলা দায়ের করে শিশুটির খোঁজে নেমে পড়ে পুলিশ৷ আর এই তল্লাশি চলাকালীন বাড়ির ছাদ থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ৷ এরপরেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু করলে সত্য উঠে আসে৷ উঠে আসে এক অবৈধ প্রেমের তথ্য৷ যা শুনে রীতিমতো হতভম্ব সকলেই৷ শিশুর মা তার প্রেমিকের সঙ্গে যুক্ত হয়ে খুন করে তার মেয়েকে৷

পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে, মা-এর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছিল শিশুটি৷ সে কাওকে বলে দিতে পারে এই ভয়েই প্রেমিকের সঙ্গে ছক কষেই নিজের মেয়েকে হত্যা করে সে৷ পুলিশ দুজনকেই গ্রেফতার করেছে৷

The post মায়ের অবৈধ প্রেমের জেরে প্রাণ হারাল শিশুকন্যা appeared first on Kolkata24x7 | Latest Bengali News | Kolkata News Breaking News | Business, Tollywood, Cricket - বাংলায় সর্বাধিক প্রচারিত পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল


Viewing all articles
Browse latest Browse all 1055

Trending Articles